ঢাকাFriday , 10 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে খাল দখল করে স্থাপনা নির্মাণ

Link Copied!

 

বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের নজির হাটির খালের জমি দখল করে এক ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন। এরপরও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, খালটি দিয়ে পাহাড়ি পানি
নেমে ভাটা অঞ্চলে যায়। এই এলাকার একমাত্র পানি নিষ্কাশনের
একমাত্র পথ খালটি। গত তিন মাস আগে বাঘাসুরা গ্রামের
নজির হাটি এলাকার অংশে খালটির ওপর ঐ গ্রামের কালু মিয়ার
ছেলে শাহজাহান মিয়া পাকা ঘর তৈরি শুরু করেছেন।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, খালটির পাড় থেকে
ভেতরের দিকে ঢালাই দিয়ে দ্বিতল ভবনের জন্য কংক্রিটের পিলার
নির্মাণ করা হয়েছে। খালের পাড়ের একটি অংশে মাটিও ভরাট করা হয়েছে।

এলাকাবাসী বাধা দেয়ার পরও কোন বাধা মানেনি। এব্যাপারে ৮ নং ওয়ার্ড সদস্য কালাম মিয়া জানান, খালটি তারা দখল করার কারণে এখন সরু হয়ে গেছে। শুধু নির্মান নয় তারা এর আগে ৬ থেকে ৮ ফুট খাল বরাট করে ঘরও তুলেছে। আমি বাধা দিলেও তারা শুনেনি। তবে শীঘ্রই আমি কর্তৃপক্ষের কাছে
অভিযোগ দিব।

এদিকে শাহজাহানের পিতা কালু মিয়া কালিগঞ্জ বাজারেও বহু
সরকারি জমি দখল করে দোকান ও বাসা নির্মান করে ভাড়া দিয়ে
আসছে। যা প্রতিমাসে প্রতি দোকান ২ থেকে ৩ হাজার
টাকা ভাড়া দিয়ে থাকে।

বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দীন জানান, বিষয়টি
আমি জানি না। তবে এখন যখন শুনেছি, দ্রুত ব্যবস্থা গ্রহণ
করব।

বিষয়টি নিয়ে কথা হয় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
তাসনুভা নাশনারানের সাথে। তিনি জানান, এখন পর্যন্ত কেউ
আমার কাছে অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা গুরত্বসহকারে
দেখব।

এলাকাবাসী জানান, এভাবে যদি সরকারি খাল, ভুমি, দখল হয়ে যায়, তাহলে এক সময় পানি নিষ্কাশন ও জনচলাচলে ব্যাঘাত ঘটবে। আমরা চাই এই সকল ভুমি দখলবাজদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক।