ঢাকাSunday , 28 April 2024
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জের ১৫টি রাস্তা মেরামত করতে এমপি কেয়া চৌধুরীর ডিও

Link Copied!

নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানের ১৫টি গুরুত্বপূর্ণ সড়ক মেরামত করতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মন্ত্রী তাজুল ইসলাম বরাবর ডিও লেটার প্রদান করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।

চিঠিতে বলা হয়েছে, এলজিইডির আওতাধীন নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ (কাজির কাজার)-কাদিরগঞ্জ ২৩.৭৫ কিলোমিটার, নবীগঞ্জ-রুদ্রগ্রাম রোড ১০.০৪ কিলোমিটার, পানিউমদা বাজার-কদমতলী (সমশেরগঞ্জ) রোড ৪.২২৫ কিলোমিটার, আউশকান্দি-নিলাম বাজার-করিমপুর রোড ৩.৩ কিলোমিটার, সৈয়দপুর ইনাতগঞ্জ রোড-দীঘলবাক বাজার রোড ৪ কিলোমিটার, ইনাতগঞ্জ (নাদামপুর)-কুর্শি রোড ১০.২৪ কিলোমিটার, সৈয়দপুর-ইনাতগঞ্জ রোড ২.৬৮ কিলোমিটার, নবীগঞ্জ কলেজ-পাঞ্জারাই-ফার্মগঞ্জ বাজার ৫.০৬ কিলোমিটার, গয়াহরি-দত্তগ্রাম রোড ২.৬৯ কিলোমিটার. মাধবপুর-হরিনগর রোড ১ কিলোমিটার, মডেল বাজার-কাটারই রোড ৩ কিলোমিটার, বাংলা বাজার-বাউসা বাজার ৩.১২৫ কিলোমিটার, ঘাটের বাজার-গজনাইপুর ইউপি অফিস ২.৯ কিলোমিটার, ভানুদেব-কালাভরপুর রোড ৩ কিলোমিটার, জয়নগর আশ্রয় কেন্দ্র-সুজাপুর রোড ২.৫ কিলোমিটার রাস্তাগুলোর বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি রাস্তাগুলো দ্রুত সংস্কার করতে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মন্ত্রী তাজুল ইসলাম বরাবর ডিও লেটার প্রদান করেন।

সরেজমিনে দেখা যায়, রাস্তাগুলোতে ছোট-বড় খানাখন্দের জন্য মরণফাঁদ তৈরি হয়েছে। রাস্তাগুলো দিয়ে প্রতিদিন উপজেলার হাজার হাজার যাত্রিবাহী গাড়ি ও অসংখ্য পণ্যবাহী যানবাহন এবং পথচারীরা চলাচল করে। বেহাল রাস্তার কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘ দিন ধরে রাস্তার এই বেহাল অবস্থা, তবু প্রশাসনের তরফে মেরামতের ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর বিশ্বাস এমপি কেয়া চৌধুরীর হস্তক্ষেপে হয়তো রাস্তাগুলোর সমস্যা সমাধান হবে।