ঢাকাSunday , 10 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ধোঁয়ার বেসিন উদ্বোধন

Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ   করোনাভাইরাসের (কোভিড-১৯) মতো শ্বাসতন্ত্রে আক্রমণকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন তা চোখ, নাক বা গলার শ্লেষ্মার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যমেই হয়ে থাকে। ভাইরাসটি একজন থেকে আরেকজনে সংক্রমণের প্রধান মাধ্যমও হাত।
বিশ্ববাপী মহামারী আকারে যখন ভাইরাসটি ছড়ায় তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হল ঘনঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।

ছবি : মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ধোঁয়ার বেসিন উদ্বোধন করা হয়েছে

রোববার (১০মে) মাধবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাধবপুর কর্তৃক বাস্তবায়িত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ধোঁয়ার বেসিন উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী অফিসার তাসনুভা নাশতারান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ আরো অনেকেই।