ঢাকাSunday , 10 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে করোনা পরিস্থিতিতে সদস্যদের পাশে গ্রামীণ ব্যাংক

Link Copied!

ইয়াছিন তন্ময়, মাধবপুর ,প্রতিনিধি :   হবিগঞ্জের মাধবপুরে গ্রামীন ব্যাংকের সংগ্রামী ( ভিক্ষুক) সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে গ্রামীন ব্যাংক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জন জীবন বিপর্যস্ত।  অঘোষিত লক ডাউন চলায় খাবারের অভাবে দিশেহারা হয়ে যাচ্ছে সাধারন মানুষ। খেটে খাওয়া মানুষ খাবারের অভাবে মানবেতর জীবন যাপন করছে। সরকারের পাশাপাশি  সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক অসহায়দের খাবারের ব্যবস্থায় নিজেদের নিয়োজিত করেছেন।

ছবি : গ্রামীণ ব্যাংকের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন কর্মকর্তারা

রোনা ভাইরাস জনিত দুর্যোগ মোকাবেলায় লক্ষ্যে গ্রামীণ  ব্যাংকের শাখাসমুহের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ টাকা দিয়ে সহায়তা করে আসছে। মাধবপুর এরিয়ার সভাপতি মোঃ আব্দুস শহীদ দৈনিক আমার হবিগঞ্জকে জানান, হবিগঞ্জ যোনের মাধবপুর এরিয়াতে ১২ টি শাখার মাধ্যমে ৮৬ জন হত দরিদ্র ভিক্ষুক সদস্যদের মাঝে ত্রান ও নগদ সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক সদস্যকে এপ্রিল/২০ইং মাসে  ১ম দফা ও  মে/২০ইং মাসে ২য় দফা খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা চলছে। হবিগঞ্জ যোনের প্রতিনিধি জনাব মোঃআমিনুর রহমান জানান,  গ্রামীণ ব্যাংকের ২৫৬৮ টি শাখার ৩০০০০ হত দরিদ্র সদস্যদের মাঝে এবং হবিগঞ্জ যোনের আওতায় ৬ টি এরিয়াতে    তাদের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।  এ সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবে গ্রামীণ ব্যাংক।
রোববার (১০মে) সকালে  গ্রামীণ ব্যাংক আদাঐর মাধবপুর শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে   ত্রান হিসেবে চাউল ৩০ কেজি, ডাল ৪ কেজি, তেল ২ লিটারে,  আলু ৮ কেজি, পেয়াজ ৪ কেজি, লবন ২ কেজি,  সাবান৪ টি ও নগদ ৬০০ টাকা ত্রান ও নগদ টাকা বিতরন করা হয়। বিতরনের সময় উপস্তিত ছিলেন মাধবপুর পৌর  কাউন্সিলর বিশ্বজিত দাস, হবিগঞ্জ জোনের জোন প্রতিনিধি আমিনুর রহমান, এরিয়া ম্যানেজার ক্ষুদিরামনপাল, প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান, এরিয়া সভাপতি আব্দুস শহীদ প্রমুখ।