ঢাকাMonday , 12 July 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে সিনো ফার্মার ভ্যাকসিন

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি : কোভিড-১৯ থেকে জনসাধারণকে নিরাপদ রাখতে সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে এসে পৌছেছে সিনো ফার্মার ভ্যাকসিন। সোমবার( ১২জুলাই) বেলা ২টায় ৩ হাজার ৯টি ভ্যাকসিন গ্রহণ করেছেন ইউএইচও ডা. শামীমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, এমটিইপিআই জুবায়ের খান, প্রধান অফিস সহকারি গোবিন্দ লাল দাস ও হেলথ কেয়ার প্রোভাইডার নিশাত রহমান।

 

সূত্রে জানা যায়, ইতিমধ্যে যারা ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন এবং এসএমএস পেয়েছেন তাদেরকে আজ মঙ্গলবার থেকে ভ্যাকসিন নিতে পারবেন। নিবন্ধন করার পর পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

 

 

 

 

এ ব্যাপারে ইউএইচও ডা. শামীমা আক্তার জানান, সরকার চাচ্ছে ৮০% ব্যক্তিকে ভ্যাকসিনের আওতায় আনতে। এ ক্ষেত্রে জনসাধারণও বেশ আগ্রহী আছেন ভ্যাকসিন গ্রহণ করতে। নিবন্ধনের আওতায় এনে যারা যারা ভ্যাকসিন নিতে চান তাদেরকে দেয়া হবে এই সিনো ফার্মার ভ্যাকসিন।