ঢাকাFriday , 26 June 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ : স্বামী পলাতক

Link Copied!

এম এ রাজা  :  বানিয়াচঙ্গে যৌতুকের টাকার জন্য গৃহবধু মনোয়ারা বেগম ২৫কে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মনোয়ারার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন মনোয়ারার আত্মীয়-স্বজনরা।

বৃহস্পতিবার (২৫জুন) রাতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ঘাতক স্বামী লিটন মিয়া পালাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামের লিটন মিয়ার সাথে প্রায় ৩ বছর পুর্বে বিয়ে দেয়া হয় কুশিয়ারতলা গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে মনোয়ারা বেগমকে। বিয়ের পর তাদের কোল জুড়ে দুইটি সন্তান জন্মগ্রহন করে।

সম্প্রতি তাদের মধ্যে যৌতুকের টাকার জন্য কলহের সৃষ্টি হয়। বেশ কয়েকবার তার স্বামী লিটন মিয়া মনোয়ারাকে টাকা আনতে মারধোর করে পিত্রালয়ে পাঠায়।

বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। এক পর্যায়ে লিটন মিয়া মনোয়ারাকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কয়েক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মৃত্যুর পর পরই ঘাতক স্বামী লিটন মিয়া আত্মগোপনে চলে যায় বলে মনোয়ারার আত্মীয় স্বজনরা অভিযোগ তুলেছেন।