ঢাকাWednesday , 17 November 2021
আজকের সর্বশেষ সবখবর

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি সিপিবি’র

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচংয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভায় চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, রান্নার গ্যাস সিলিন্ডারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারের কাছে দাবী জানানো হয়েছে।

 

ডিজেল ও কেরোসিনের বর্ধিত দাম প্রত্যাহার করে বাসভাড়া কমানোর দাবীও জানানো হয়। এছাড়া আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারী ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠেয় পার্টির দ্বাদশ কংগ্রেস সফল করে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করতে পার্টির নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের কাছে আহবান জানানো হয়েছে।

 

 

 

 

 

 

 

ছবি : বক্তব্য রাখছেন কমরেড মোহাম্মদ আলী

 

 

 

 

 

 

 

 

 

 

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায়  বড়বাজারে সিপিবি বানিয়াচং শাখার সেক্রেটারি কমরেড মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য কমরেড ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি কমরেড পীযূষ চক্রবর্তী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কমরেড আজমান আহমেদ।

 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি বানিয়াচং শাখার সদস্য কমরেড জিতু মিয়া, ছাত্র ইউনিয়ন নেতা নির্মল দেব ও সিপিবি বানিয়াচং শাখার সাবেক সদস্য মোস্তাকিম মিয়া।