ঢাকাWednesday , 17 February 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ভাষা শহীদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

Link Copied!

মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ।।  নবীগঞ্জে প্রথমবারের মতো ভাষা শহীদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ৭নং করগাও ইউনিয়নের পুরুষোত্তমপুর খেলার মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন ৭নং করগাও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. গতি গোবিন্দ দাশ।

ছবি: উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হচ্ছে

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম স্বপন, সাবেক মেম্বার মফিজুর রহমান, প্রবাসী মিজান আহমেদ, শাহ আমিনুল হক, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান, মৃনাল কান্তি, ছুরুক মিয়া, সজল মিয়া, আশুক মিয়া, ফয়জুল হক নয়ন, জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, দৈনিক পরিবর্তনের প্রতিনিধি স্বপন রবি দাশ প্রমুখ।
টুর্নামেন্টের স্পন্সর করেন সামাজিক সংগঠন সম্প্রীতির হবিগঞ্জ, তারুণ্যের ডাক, এক মুঠো হাসি, আব্দুল হক তালুকদার (দিলু তালুকদার) ফাউন্ডেশন, রিলেশন টু পিপলস, নবীগঞ্জ ইউনাইটেড, তারুণ্যের চোখে স্বদেশ, শৈলা সমাজ কল্যাণ পরিষদ, অক্সপোর্ড, কনফিডেন্স,  এডুকেয়ার, আমরা খাই লাল সবুজ যুব সংঘ, লাল সবুজ সমাজ কল্যাণ পরিষদ, গ্রীন লাইট ফার্মেসি, এড-কর্ণার, মহসিন স্টোর, রুমানা স্টোর, মিজান স্টোর, ফারহা টেলিকম, ফোসকা হাউজ, সুমন তালুকদার, রাইছা নুরী, আইনুল হক জুয়েল, মাছনুন, রশিদুল ইসলাম প্রমুখ ।
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে ভাষা শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলা পরিচালনা করছেন এস.পি পাবেল আহমেদ, শামুয়েল ইসলাম, মোঃ মহসিন আহমেদ।
দীর্ঘদিন পর নবীগঞ্জে ক্রিকেটের আয়োজন হওয়ায় খেলার মাঠ ও আশাপাশের খালি জায়গায় বিপুলসংখ্যক দর্শক খেলা দেখতে জমায়েত হয়।