ঢাকাSaturday , 23 January 2021
আজকের সর্বশেষ সবখবর

৯৯% নেতাকর্মী টাকায় বিক্রি হয়ে গেছে : আ’লীগের পরাজিত প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে জামানত হারানোর কারণ হিসাবে আওয়ামী লীগ প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত দাবি করেছেন, ৯৯ শতাংশ নেতাকর্মী অন্য দলের প্রার্থীর সাথে গোপন আতাত করে কালো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা নৌকার বিরোধীতা করায় এই ফলাফল হয়েছে।

এ ছাড়াও তিনি দাবি করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কালো টাকার ছড়াছড়ি, টোকেনের মাধ্যমে ফ্রি মদ বিতরণ, শাড়ি লুঙ্গি বিতরণ করেছেন। নৌকার বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দলীয় হাই কমান্ডের প্রতি আহ্বান জানান তিনি।

 

ছবি : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়র প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত

 

 

শনিবার (২৩জানুয়ারি ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে শ্রীধাম দাশ গুপ্ত এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনে অনেকেই পদ পদবি বাঁচানোর জন্য নাম দেখানো প্রচার প্রচারণায় অংশ গ্রহণ করেন। বাস্তবে তারা নৌকাকে পরাজিত করার জন্য কাজ করেছেন।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা দলের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে কেন্দ্রে অভিযোগ দাখিল করেছি।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নির্বাচনে তিনি মাত্র ৬০৮ ভোট পেয়ে চার প্রার্থীর মাঝে চতুর্থ স্থান অর্জন করেন শ্রীধাম দাশ গুপ্ত। এতে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।