ঢাকাSunday , 10 May 2020
আজকের সর্বশেষ সবখবর

লাখাইয়ে লটারির মাধ্যমে কৃষক বাছাই

Link Copied!

এম.সি. শুভ আহমেদ, লাখাই –   ২০১৯ – ২০ অর্থ বছরে লাখাই উপজেলা সরকার নির্ধারিত মূল্য বোরো ধান ক্রয়ের জন্য কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় না করে, সরাসরি প্রকৃত কার্ডধারী কৃষকদের তালিকা প্রস্তুত করে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়।
রোববার (১০মে ) সকাল ১১ ঘটিকা উপজেলা পরিষদের সভাকক্ষে, লাখাই উপজেলার ৫ হাজার ৯ শত ৫৬ জন কার্ডধারী প্রকৃত কৃষক এর মধ্য হতে লটারির মাধ্যমে  ১ হাজার ৫ শত ৯ জন কৃষক নির্বাচন করা হয় ।

ছবি : লাখাইয়ে লটারির মাধ্যমে ধান ক্রয়ে কৃষক নির্বাচন করা হচ্ছে

লটারির মাধ্যমে নির্বাচিত প্রতি কৃষকরা সরকার নির্ধারিত মূল্য ২৬  টাকা কেজির ধরে ১ টন ধান বিক্রয়  করতে পারবেন।
লটারি ড্র এর সময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার ও উপজেলা কৃষি অফিসার আহসান হবিব প্রমুখ।