ঢাকাTuesday , 15 June 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ২ দিনের কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন

Link Copied!

জালাল উদ্দিন লস্করঃ  মাধবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ আজ মঙ্গলবার সম্পন্ন হয়েছে।উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্টিত এই প্রশিক্ষনে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

ছবি : মাধবপুরে ২ দিনের কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে

প্রশিক্ষনের শেষ দিনে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।উল্লেখ্য কৃষি সম্প্রসারণ বিভাগ হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন গতকাল (সোমবার) এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। সমাপনী অনুষ্টানে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হোসেন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আজহার মাহমুদ এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা পিযুষ কমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।