ঢাকাWednesday , 28 July 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে রাতের আঁধারে কৃষকের সবজি বাগান কেটে দিলো দুস্কৃতিকারীরা

Link Copied!

ইয়াছিন তন্ময়,  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুর  উপজেলার আন্দিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বারাচান্দুরা এলাকায় রাতের আঁধারে স্থানীয় চাষি মাসুদ মিয়ার ফুলে-ফলে সুসজ্জিত  সবজি বাগানের সম্পূর্ণ বরবটি ও লাউ গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। এতে তার প্রায়  লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

ছবি : মাধবপুরে রাতের আঁধারে কৃষকের সবজি বাগান কেটে দিলো দুস্কৃতিকারীরা

স্থানীয়রা বলেন, গত মঙ্গলবার ভোর রাতের আঁধারে স্থানীয় চাষি মো. মাসুদ মিয়ার আনুমানিক ৫০ শতক জমিতে ফুলে-ফলে ভরপুর সুসজ্জিত সবজি বাগানের সম্পূর্ণ বরবটি ও লাউ গাছ কেটে দেয় দুস্কৃতিকারীরা। এমন চিত্র দেখলে পাষাণের চোখেও জল এসে যাবে।
খবর পেয়ে আজ ২৮ জুলাই বুধবার  দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের জমি দেখতে আসেন উপজেলা কৃষি অফিসার আল- মামুন হাসান এবং সাংবাদিক সহ মাধবপুর থানা পুলিশ,এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার আল- মামুন হাসান বলেন আমি কৃষকের ক্ষতিগ্রস্থ জায়গা দেখে এসেছি। আপাতত আমাদের কৃষি অফিসে বরাদ্দ নাই সামনে সরকারি ভাবে কিছু আসলে আমরা উনাকে সাহায্য করবো যেন উনি উনার ক্ষতি পুষিয়ে নিতে পারেন।