ঢাকাWednesday , 15 December 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বীরমুক্তিযোদ্ধার বসত ঘর নির্মাণ কাজ শুভ উদ্বোধন 

Link Copied!

হৃদয় এস এম শাহ্-আলম,মাধবপুর :  বাংলাদেশ সরকারের উপহার হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নের গাংগাইল গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত তাজুল ইসলাম এর ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছ। বুধবার( ১৫ই ডিসেম্বর) সকালে এই ঘরের কাজের শুভ উদ্বোধন করা হয়।

ছবি : বীরমুক্তিযোদ্ধার বসত ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মইন

শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-প্রকৌশলী কাজল দাশ,পিআইও মাসুদ রানা, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলামের স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার,বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য মোঃ ওসমান মিয়া,বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু,বীরমুক্তিযোদ্ধা মোঃ হাশেম মিয়া,বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন,বীরমুক্তিযোদ্ধা মোঃ কাওচন আলী,অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বাহার,বীর মুক্তিযোদ্ধা ডেপুটি সন্তান কমান্ড মোঃ মামুনুল ইসলাম পাঠান প্রমুখ।
বিভাগীয় সহকারী প্রকৌশলী কাজল দাশ দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়ছেন,এটি নিয়ে মোট ৪টি ঘরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।