ঢাকাSunday , 1 August 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে পাটের ভাল ফলন : চাষিদের মুখে স্বপ্ন পূরণের হাসি

Link Copied!

ইয়াছিন তন্ময়ঃ  মাধবপুরে সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। এরমধ্যে পাট কাটা, ধুয়া ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন চাষাীরা। তাদের যেন দম ফেলানোর সময় নেই। চাষীদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি।
উপজেলা  কৃষি অফিস সুত্রে জানা গেছে চলতি মৌসুমে আবহাওয়া ও নির্দিষ্ট সময়ে বৃষ্টি হওয়ায় জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা ভালো দামে পাট বিক্রি করতে পারছে, এবছর মাধবপুর উপজেলায়  ৩৫০ হেক্টর জমিতেপাটের চাষ হয়েছে।

ছবি : মাধবপুরে পাটের ভাল ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে

উপজেলার বুল্লা ইউনিয়নের পাট চাষি হিরন মিয়া বলেন  চলতি মৌসুমে দুই বিঘা জমিতে পাটের চাষ করেছি । কৃষি অফিসারের সহযোগিতায় প্রতি বিঘা জমিতে ফলন হয়েছে  ১১ মণ পাট। পাট ব্যবসায়ী রতন মিয়া আলী জানান, এই বছর পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে দামও ভালো। প্রতি মণ পাট ১৮০০থেকে ২২০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে।
মাধবপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান দৈনিক আমার হবিগঞ্জকে বলেন আমাদের কৃষি অফিসের সহযোগিতায় এ বছর পাটের খুব ভাল। ফলন হয়েছে আমরা চাষি  দের নানা ভাবে সাহায্য করেছি। দাম ভাল পেয়ে তারাও খুশী।