ঢাকাThursday , 16 September 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

জালাল উদ্দিন লস্করঃ
হবিগঞ্জের মাধবপুরে নিরাপদ বিদ্যুৎ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অসচেতনতার জন্য গত ১ সপ্তাহে মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে  ৪ জন প্রান হারানোর ঘটনায় গ্রাহক সচেতনা বৃদ্ধির  লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ছবি : মাধবপুরে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম কাইজার নূরের সভাপতিত্বে এ সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
মাধবপুর সাব জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী শহিদুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুর রাজ্জাক,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, এজিএম আজহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা গ্রাহকদের ভালো মানের ওয়্যারিং সামগ্রী, অনুমোদিত ইলেক্ট্রেশিয়ান এর মাধ্যমে নিজ বাড়িতে বিদ্যুৎ স্থাপনের ব্যাপারে আলোকপাত করেন এবং অবৈধ সংযোগের বিষয়ে হুশিয়ারী উচ্চারণ  করেন।