ঢাকাMonday , 30 August 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :   মাধবপুরে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মাষ্টমী।

শাস্ত্র মতে, রোহিনী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। যিনি দুষ্টের দমন, আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তার বহু ভক্তকে।

হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন।

 

 

 

 

 

 

ছবি : মাধবপুরে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছে

 

 

 

 

 

 

 

জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (৩০আগস্ট) সকালে শোভাযাত্রা করেছে মাধবপুরের নোয়াপাড়া চা বাগানের হিন্দু ধর্মালম্বী বাসিন্দারা। স্হানীয় জগন্নাথ মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চা বাগানের নতুন লাইন, পুরাতন লাইন, কন্দপাড়া, বিছ লাইন ও শিকারী বাড়ি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জগন্নাথ মন্দিরে এসে শেষ হয়। শুভাযাত্রায় রাজনৈতিক নেতৃবৃন্দ, চা বাগানের শ্রমিক নেতৃবৃন্দ সহ কয়েকশত হিন্দুধর্মালম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।