ঢাকাTuesday , 4 January 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ৪১ হাজার টাকা জরিমানা

তানজিল সাগর
January 4, 2022 11:11 am
Link Copied!

বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক(গাজাঁ) সেবনের অপরাধে ৯ মাদকসেবীকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় বানিয়াচং উপজেলা সদরের ২নং ইউপির অন্তর্গত সেনপাড়া ঠাকুরবাড়ীর দেবেন্দ্র চক্রবর্তীর বসত বাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঠাকুরবাড়ি সেনপাড়া মহল্লার রাধা রমন চক্রবর্তীর পুত্র দেবেন্দ্র চক্রবর্তী(৭৫), রঙ্গ চৌধুরী পাড়ার মৃত আব্দুল হামিদের পুত্র সামিরুন মিয়া (৫৪), আমিরখানী গ্রামের মৃত শুকুর মিয়ার পুত্র আব্দুল হামিদ (৪৫), মাতাপুর বন্দের বাড়ীর মোঃ নুরুল ইসলামের পুত্র তাজ মাহমুদ(৪৫), আমিরখানী বন্দের বাড়ীর মোঃ রজব আলীর পুত্র আমির হোসেন (৪৮), নোয়াপাড়া (আদর্শবাজার) মৃত সিরাজ মিস্ত্রী পুত্র নুরুল হক(৫০), তকবাজখানীর মৃত শফিক মাষ্টারের পুত্র নাজমুল ইসলাম(৪৫),আদর্শগ্রামের মোঃ লিয়াকত আলীর পুত্র আইয়ুব আলী(৬০), মিনাট দক্ষিন হাটির মৃত মাফিক উল্লা পুত্র হামদু মিয়া (৫০)কে মাদক (গাঁজা) সেবনের অপরাধে ৭ জনকে ৫ হাজার টাকা করে এবং ২ জনকে ৩ হাজার টাকা করে সর্বমোট-৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন বানিয়াচং থানার এএসআই মোঃ তোহা, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন ও অফিসার ফোর্স।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি জানান, মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।