ঢাকাSaturday , 18 April 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে করোনার অজুহাতে বাড়ছে দ্রব্যমূল্যের দাম

Link Copied!

শেখ সজীব হাসান,বানিয়াচংঃ  বানিয়াচংয়ের হাটবাজার গুলোতে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে প্রতিনিয়ত। শনিবার(১৮ এপ্রিল) বেলা ১১.৩০ঘটিকায় বানিয়াচং বড়বাজারে কয়েকটি মুদি-মালের দোকানে গিয়ে জানা যায় নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের দ্রব্যের দাম বেড়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা।

ছবি : বাজারে পর্যাপ্ত শাকসবজি থাকলেও করোনার অজুহাতে বাড়তে শুরু করেছে

বানিয়াচং বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাসেল খানের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,করোনা পরিস্থিতে পরিবহন সংকটের কারণে আমদানী কমে গেছে। কিছু পণ্য আমদানী করতে পারলেও বেশি দামে কিনতে হচ্ছে। তাছাড়া পরিবহন ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ। যার কারনে দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে বাজারে সবরকমের সবজির দামও বাড়তি রয়েছে।

এ সময় কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা বলেন,বর্তমান সময়ে যেখানে কোনো রকম খেয়ে বেচেঁ থাকা কষ্টকর সেখানে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাওয়া আমাদের জন্য হতাশাজনক। বিষয়টি স্থানীয় প্রশাসনের বাড়তি নজরদারি দেয়ার জন্য আহবান জানিয়েছেন তারা।