ঢাকাSunday , 14 November 2021
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে এম এ রবের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করল তরঙ্গ পরিবার

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :  মুক্তিযোদ্ধের উপসর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব বীর উত্তমের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

 

এ উপলক্ষে রবিবার (১৪ নভেম্বর)  সন্ধ্যা ৬টায় বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে ‘তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

ছবি : বক্তব্য রাখছেন মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু

 

 

 

 

 

 

 

 

মাস্টার ফজল উল্লাহ খানের সভাপতিত্বে ও তরঙ্গ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাস্টার শেখ আবুল মনসুর তুহিন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।

 

 

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরঙ্গ এর বার্তা সম্পাদক আব্দাল মিয়া, দৈনিক কান্ট্রি টুডে প্রতিনিধি লিলু আহমেদ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর ও তরঙ্গ’র স্টাফ রিপোর্টার বদরুল লস্কর প্রমুখ।

 

 

বক্তাগণ বলেন, এম এ রব বীর উত্তম ছিলেন এ দেশের সূর্য সন্তান। নিজের জীবন বাজি রেখে আপোসহীন সংগ্রামের মধ্যে দিয়ে এনে দিয়েছেন মহান স্বাধীনতা। নতুন প্রজন্মকে এ মহান মণীষীর আত্মত্যাগ এবং দেশের প্রতি অবিচল আস্থা জানাতে হবে।

 

 

এসব ক্ষণজন্মা মণীষীদের জীবনী যত পর্যালোচনা করা হবে ততই দেশ এবং জাতির কল্যাণ বেশি হবে। ছোট্ট পরিসরে এ মণীষীর জীবনের উপর আলোচনা সভার আয়োজন করায় তরঙ্গ টোয়েন্টিফোর ডটকম পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।