ঢাকাMonday , 21 June 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর কর সেবা সপ্তাহর ২য় দিন পার করল

Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি  :  নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ৫ দিন ব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২১’  উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গতকাল ২০ জুন ২০২১ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় পৌরসভার কনফারেন্স রুমে ৫ দিন ব্যাপী ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ শুভ উদ্বোধন করেন। ‘পৌরসভার উন্নয়নে, কর দেবো খুশি মনে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ এর ২য় দিন পার হয়েছে ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পৌরকর সেবা সপ্তাহের আজ ২য় দিনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ আ. ছোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর  মো. নানু মিয়া, কবি আফতাব আল মাহমুদ, উত্তরা ব্যাংক কর্মকর্তা আল-আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী ও সচিব (ভারপ্রাপ্ত) ভবি মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন সহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ।

ছবি : নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর কর সেবা সপ্তাহর ২য় দিন শেষ হলো

উল্লেখ্য, করদাতাদের  উৎসাহিত করতে সম্মানীত করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ।
‘পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ এর আজ ২য় দিনেও সম্মানিত পৌরকরদাতারা স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামী ২৪ জুন /২০২১ পর্যন্ত ‘পৌরকর সেবা সপ্তাহ’ চলমান থাকবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
পৌরনাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করায়  মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পৌরকর সেবা সপ্তাহ ২০২১’ উদযাপিত হচ্ছে। আমি আশা করবো, এখনও যারা পৌরকর পরিশোধ করেননি তারাও আগামী ২৪ জুনের মধ্যে পৌরকর প্রদান করে নবীগঞ্জ পৌরসভার অগ্রযাত্রা অব্যাহত রাখবেন।
পৌরকর সেবা সপ্তাহকে সফল ও সার্থক করতে যেসব  পৌরকরদাতা পৌরকর প্রদান করে আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ গ্রহণ করছেন তিনি তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।