ঢাকাSunday , 29 August 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে মৎস্য ব্যবসায়ীকে মারধর করে দিন-দুপুরে টাকা ছিনতাই

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার থানা পয়েন্টস্থ পশু হাসপাতালের সামনে দিন-দুপুরে আরিফ মিয়া (৩৪) নামে এক মৎস্য ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় তোলপাড় শুরু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরিফকে সিলেট প্রেরণ করা হয়েছে। এঘটনায় নবীগঞ্জ থানায় অভিযোগ দেয়া হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার থানা পয়েন্টস্থ পশু হাসপাতালের সামনে  ছিনতাইয়ের ঘটনা ঘটে।  আরিফ মিয়া পৌর এলাকার কানাইপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

ছবি : ছিনতাইকারীদের হাতে মারধরের শিকার মৎস্য ব্যবসায়ী আরিফ মিয়া

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ইলিশ মাছ আনার জন্য শেরপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রিকশা যোগে বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন মৎস্য ব্যবসায়ী আরিফ মিয়া।
এসময় রাজনগর গ্রামের নুরুল আমিন, কবির মিয়া,রুনু মিয়া, রয়েল মিয়াসহ কয়েকজন আরিফকে বহনকারী রিকশার গতিরোধ করে তাকে মারধর করে তার পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
পরে আরিফকে স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এসএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নবীগঞ্জ থানায় আরিফ মিয়ার পিতা আব্দুল বারিক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।