ঢাকাThursday , 2 April 2020
আজকের সর্বশেষ সবখবর

দোকান খোলা রাখায় লাখাইয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

আবুল হাসান মোল্লা, লাখাই ।। করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় লাখাইয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ওই দুই ব্যাবসায়ীর ১০০০ টাকা জরিমানা করে।

ছবিঃ লাখাই এ দোকান জরিমানা।

(১লা,এপ্রিল) বুধবার লাখাই উপজেলার মোড়াকরি বাজারে সরকারি নির্দেশ অমান্য করায় দোকান মালিক কে ৫০০ টাকা এবং লাখাই বাজারে এক ফার্মেসীতে সামজিক দূরত্ব বজায় না রাখায় ৫০০ টাকা জরিমানা করেন।

এসময়  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চিতা কর্মকার জনসাধারণের মাঝে কোভিড-১৯ এর ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সবাইকে নিজ নিজ ঘরে থাকার জন্য অনুরোধ করেন।

তিনি আর ও বলেন জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, হবিগঞ্জ জেলা প্রশাসনের সূত্রমতে ২ এপ্রিল পর্যন্ত হবিগঞ্জে করোনা আক্রান্ত কাউকে সনাক্ত করা যায় নি এবং হোম কোয়ারান্টাইনে আছে ২৩৬ জন, কোয়ারান্টাইন শেষ ৮৬৫ জন।