ঢাকাWednesday , 21 September 2022
আজকের সর্বশেষ সবখবর

সুপ্রীমকোর্টের মতামত উপেক্ষা করছে হবিগঞ্জ পৌরসভা : কার্যকলাপ বন্ধের দাবী

Link Copied!

মহামান্য সুপ্রীমকোর্ট সারাদেশের ৪০ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকের পরিবারের কথা বিবেচনা করে একমাত্র মহাসড়ক ছাড়া অন্য সকল রাস্তায় ব্যাটারি চালিত অটোরিক্সা চলতে পারবে বলে মতামত দিয়েছেন।

কিন্তু হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সাকে এখন পর্যন্ত নাম্বার প্লেইট না দিয়ে বন্ধ করার বিজ্ঞাপন ও মাইকিং করছেন। হবিগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের সুপ্রীমকোর্টের মতামত উপেক্ষাকারী এহেন কার্যকলাপ বন্ধের দাবীতে শহরের পোদ্দার বাড়ীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন পোদ্দারবাড়ি আঞ্চলিক কমিটির সভাপতি আরব আলীর সভাপতিত্বে মঙ্গলবার (২০সেপ্টেম্বর রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক গনি মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখে,ন ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ধনু মিয়া, সহ-সভাপতি জাফর আলী, সামছুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলার সিনিয়র সদস্য জাহির মিয়া, তৌহিদ মিয়া, আব্দুল আলী, ইসমাঈল হোসেন মিন্টু, উজ্জল মিয়া, আলফু মিয়া, মুসলিম মিয়া, চান্দু মিয়া প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন, আমরা পৌর প্রশাসনের কাছে বিনীতভাবে দাবি করছি মহামান্য সুপ্রীমকোর্টের মতামতকে সম্মান দিয়ে হবিগঞ্জ শহরে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। নাম্বার প্লেইট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন।