ঢাকাFriday , 19 November 2021
আজকের সর্বশেষ সবখবর

সঠিক পরিচর্যার অভাবে স্বকীয়তা হারাচ্ছে বানিয়াচং মুক্তিযোদ্ধা  স্মৃতিসৌধ

Link Copied!

তাপস হোম  :  মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী ৩০ লাখ শহীদের স্মৃতি বিজড়িত বানিয়াচং মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধটি সঠিক পরিচর্যার অভাবে দিনদিন ভাবগাম্ভীর্য ও স্বকীয়তা হারাচ্ছে। অথছ যেন দেখার কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন,সারা বছরই স্মৃতিসৌধটি অযত্ন আর অবহেলায় পরে থাকে শুধু বিভিন্ন জাতীয় উৎসবে ইহাকে উপযোগী করে তোলা হয়।

ছবি : স্মৃতিসৌধের পাশে রাখা ইটের স্তুপ

সরেজমিনে দেখা যায়,স্মৃতিসৌধটির পাশে ইইটের স্তুপ। এর মধ্যে স্মৃতিসৌধটির একটি গেইট ভেঙ্গে গেছে তাছাড়া ভেতরে আগাছা জন্মেছে। নেইম-প্লেট গুলোর অবস্থা শোচনীয়। বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর দাবী,অতিসত্বর স্মৃতিসৌধটির স্বকীয়তা ফিরিয়ে আনা হোক। এজন্য তারা যথাযথ কর্তৃপক্ষ ও প্রশাসনের আশুদৃষ্টি কামনা করছেন।
এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন,বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতীক বড়বাজারস্থ স্মৃতিসৌধটির স্বকীয়তা অতিসত্বর ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।