ঢাকাTuesday , 1 June 2021
আজকের সর্বশেষ সবখবর

সংবাদের আগে যাচাই-বাছাই করে সংবাদ লিখতে হবে-আবুল কাশেম চৌধুরী

Link Copied!

স্টাফ রিপোর্টার :   : বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, সংবাদ পত্রের মাধ্যমে জাতি অনেক কিছু জানতে পারে। আর তা ছাড়া সংবাদ পত্রকে বলা হয় রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। কাজেই যে কোন সংবাদের আগে ভালো করে যাচাই করে সাংবাদিকদের সংবাদ লিখতে হবে। আর তা ছাড়া তাদের কাছে জনগণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে। এ ক্ষেত্রে তাদের সত্য প্রকাশ থেকে পিছপা হওয়ার কোন অবকাশ নেই।

 

 

 

ছবি : উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর হাতে ফুলের তোড়া তোলে দিচ্ছেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সদস্যরা

 

 

 

মঙ্গলবার (১ লা জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ কার্যালয়ে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সহসভাপতি দেওয়ান শুয়েব রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক ইমদাদুল হক মাসুম, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও ইমতিয়াজ আহমেদ লিলু প্রমুখ। ফুলেল শুভেচ্ছা শেষে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটির তালিকা প্রদান করা হয় ।