ঢাকাSunday , 14 August 2022
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলের অবৈধ সীসা কারখানা গুটিয়ে মালিক উধাও : কারখানাস্থল পরিদর্শন করলেন এসিল্যান্ড

মুহিন শিপন
August 14, 2022 7:06 pm
Link Copied!

বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগানে গড়ে উঠা অবৈধ সীসা কারখানাটি গুটিয়ে নিয়েছে মালিকপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধ সীসা কারখানার স্থলে পরে আছে ব্যটারীর বর্জ্য। নেই কোন স্থাপনা। পাওয়া যায়নি মালিকপক্ষের কোন লোকজনকেও।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ২ দিন আগেই সবকিছু গুটিয়ে চলে গেছেন কারখানার মালিক-শ্রমিকরা। তবে কোথায় গিয়েছেন তা বলতে পারছেন না কেউই।

এর আগে গত ৮ আগস্ট দৈনিক আমার হবিগঞ্জসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে আলোচনার ঝড় উঠে। এর প্রেক্ষিতে ১০ আগস্ট স্বপ্রনোদিত হয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে তদন্তের নির্দেশ দেন হবিগঞ্জের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত।

এছাড়াও রবিবার (১৪ আগস্ট) সরেজমিনে পরিদর্শনে যান বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন।

এ বিষয়ে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন বলেন, রূপাইছড়া রাবার বাগানে অবৈধ কারখানা গড়ে ব্যাটারি থেকে সীসা উৎপাদন হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর আমি কারখানাটি পরিদর্শন করে দুইদিনের মধ্যে অপসারণের সময় বেধে দিয়েছিলাম। আজকে এসে দেখলাম তারা গতকালই কারখানাটি সরিয়ে নিয়েছেন খানে আর কোন স্থাপনা নেই।