ঢাকাFriday , 10 July 2020
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে সরকারি প্রণোদনা সুষ্ঠুভাবে প্রেরণে কাজের তদারকি করলনে আবুল কাশেম চৌধুরী

Link Copied!

 

শেখ সজীব হাসান, বানিয়াচং : করোনা ভাইরাস মহামারীতে কর্মহীনতার কারণে অসহায়, দরিদ্র প্রায় ৫০ লাখ পরিবারের মাঝে জননেত্রী শেখ হাসিনা ২৫০০ টাকা করে প্রণোদনা দেওয়ার ঘোষণা দেন। প্রণোদনা প্রেরণে দেশের অন্যান্য জায়গার মতো হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়ও পাওয়া যায় দুর্নীতির নানানরকম অভিযোগ। দুর্নীতি অভিযোগের কারণে প্রণোদনা দেওয়ার কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল। দীর্ঘদিন এই কার্যক্রম স্থগিত থাকার পর পূণরায় সুষ্ঠুভাবে প্রণোদনা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় প্রণোদনা কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করতে কড়া নজরদারী রাখছেন বানিয়াচং উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব আবুল কাশেম চৌধুরী।

এ ব্যপারে তিনি “দৈনিক আমার হবিগঞ্জ” কে জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উপহার হিসাবে বানিয়াচং উপজেলায় মোট ১১,৮০০ মানুষের নামে বরাদ্দকৃত ২৫০০ টাকা প্রেরণের জন্য সঠিক তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। নির্ভুল তথ্যের মাধ্যমে যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তারাই যেন সেই টাকা পায় সেজন্য নজরদারী রাখা হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, সঠিক তথ্য পাঠানোর পরের সপ্তাহের মধ্যেই সবাই সেই টাকা পাবে।