ঢাকাTuesday , 28 June 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত : পরিবারকে অনুদান

Link Copied!

বানিয়াচঙ্গে হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌড়ি লাল দাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৎস্যজীবী পেশার এ ব্যক্তি মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টায় হাওরে নৌকাযোগে মাছ ধরতে যান।

এসময় নৌকা চালানোর কাঁচা বাঁশ বিদ্যুতের তারে লাগলে তার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে ছুটে যান। প্রায় ২ ঘন্টা হাওরের পানিতে খোঁজাখুঁজি করে চেষ্টার পর তার লাশ উদ্ধারে সক্ষম হয়।

ধর্মীয় রীতিনীতি মেনে তার লাশ সৎকারের জন্য পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও ইউএনও পদ্মাসন সিংহ নিহতের স্ত্রীর কাছে অনুদানের টাকা হস্তান্তর করেছেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ওসি মোহাম্মদ এমরান হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস।