ঢাকাFriday , 1 July 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ের আলমপুর গ্রামে সংঘর্ষে নিহত ১ আহত অর্ধশত

Link Copied!

বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামে দুই যুবকের মোবাইল কেনাবেচা নিয়ে তর্কবিতর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই গ্রামের আমীর আলীর পুত্র।

দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। তাদের অনেককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১জুলাই) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের রিপন ও সুহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে গত কয়েক দিন ধরে মোবাইল কেনাবেচা নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শুক্রবার বিকেলে দু’জনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়।

এর জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়।

গুরুতর আহত মামুনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত কিসমত আলী (৬০), শিমুল আহমেদ (২৮), মোস্তফা মিয়া (২০), মেজর মিয়া (২৫) ও জাহেদ মিয়া (৩৫)সহ অনেককে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে আহতদের সবার পরিচয় পাওয়া যায়নি।

বুকে টেটাবিদ্ধ একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট পাঠানোর খবর পাওয়া গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ ও বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন গণমাধ্যমকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে এবং হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।