ঢাকাSunday , 3 April 2022
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য নিহত

Link Copied!

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৫) নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন বাহিনীর আরেক সদস্য সাখাওয়াত হোসেন (২৮)। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান খুলনার খালিশপুর উপজেলার দক্ষিণ কাশিপুর গ্রামের বাসিন্দা। তারা দুই জনই র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত দুই সদস্য ফল কিনতে মোটরসাইকেলযোগে দোকানের দিকে যাচ্ছিলেন।

পথিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রল পাম্পের কাছে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন গুরুতর আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানে মাহমুদুল হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।  শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, পিকআপ ভ্যানচাপায় র‌্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত র‌্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম সাখাওয়াত আবু তাহের। তিনি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল ও বাড়ি চাঁদপুর জেলায়।