ঢাকাThursday , 2 September 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ থেকে উদ্ধারকৃত ৩টি পাখি অবমুক্ত

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে শিকারির কবল থেকে উদ্ধার হওয়া একটি টিয়া ও দুইটি ডাহুকসহ ৩টি পাখি অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস এলাকায় টিয়া পাখি ও বানিয়াচংয়ের হাওড়ে দুইটি ডাহুক পাখি অবমুক্ত করা হয়।
হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা  তোফায়েল আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, বাপা সদস্য ডা. আলী আহসান চৌধুরী পিন্টু, সাংবাদিক মোঃ মামুন চৌধুরী, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস স্টাফ মোঃ জিয়াউল হক রাজু, মোঃ রানা আহমেদ, তাপস ভর ও টিপলু দেব।
এর আগে হবিগঞ্জ শহরের শায়েস্তাগঞ্জনগর থেকে একটি টিয়া ও ভাদৈ এলাকা থেকে  ডাহুক পাখি দুইটি শিকারীদের কবল থেকে উদ্ধার করা হয় ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরীর নেতৃত্বে।

ছবি : হাওরে পাখি অবমুক্ত করা হচ্ছে

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, জলের পাখি ডাহুক। শিকারিদের অত্যাচার আর বসবাসের জায়গার অভাবে হারিয়ে যেতে বসেছে এই পাখিটি। মাঝারি সাইজের এই পাখিটি খুব ভীরু এবং সুন্দর। পুকুর, খাল, জলাভূমি, হাওর বিল, নদীর গোপন লুকানো জায়গা বসবাস করে ডাহুক।
কিন্তু নানান কারণে, নদী, খাল, বিল, জলাশয় কমে যাওয়ায় এবং দ্রুত নগর বিস্তৃতির কারণে হারিয়ে যাচ্ছে  সুন্দর এই পাখি ডাহুক। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই পাখির নামে নিরবধি বয়ে চলেছে ডাহুক নদী। ডাহুক আসলে চিরবিরহী একটি পাখি। সঙ্গীহীন হলে এরা পাগল হয়ে যায়। ডাহুক হারিয়ে গেলে ডাহুকী দিনরাত পাগলের মতো ডাকাডাকি করতে থাকে।
ডাহুক বাংলাদেশের একটি বিপন্ন পাখি। আইইউসিএন ডাহুককে ন্যূনতম বিপদগ্রস্ত ঘোষণা করেছে।