ঢাকাMonday , 7 September 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ৬৫ লক্ষ টাকার জব্দকৃত চা-পাতা ধ্বংস করল ৫৫ বিজিবি

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির :  অবৈধ ভাবে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের ২২ হজার ৭১৩ কেজি চা-পাতা ধবংস করলো হবিগঞ্জ (৫৫) বিজিবি।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সামীউন্নবী চৌধুরীর নেতৃত্বে হবিগঞ্জ সদর ধুলিয়াখাল নতুন নির্মিত ৫৫ বিজিবি সদর দপ্তর ক্যাম্প মাঠে অবৈধ চা- পাতা ধ্বংসকরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।

হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট সহ বিভিন্ন সীমান্ত থেকে নিন্মমানের এই সব চা- পাতা আটক করা হয় যার পরিমাণ ২২ হাজার ৭১৩ কেজি বাজার মূল্য প্রায় ৬৫ লাখ ১৩ হাজার টাকার উপরে।

ছবি : বিজিবি কর্তৃক চা-পাতা ধ্বংস করার আগ মুহুর্তে।

 

এই সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিলেটের যুগ্ম কমিশনার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা সহ হবিগঞ্জ (৫৫ বিজিবির) এডি মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

এই সময় অনান্য দের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি মিল্টন পাল, সহকারী ভূমি অফিসার, চুনারুঘাট কাস্টমস কর্তৃপক্ষ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সংবাদিকবৃন্দ সহ আরো অনেকেই।