ঢাকাFriday , 21 January 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শীতের প্রকোপে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ॥ ঝুকিঁতে শিশুরা

Link Copied!

শীতের শুরুতেই হবিগঞ্জ জেলাজুড়ে শিশুদের নিউমোনিয়া,ব্রঙ্কিউলাইটিস, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত কারণে ডায়েরিয়াসহ নানা রোগে আক্রান্ত হবার প্রবণতা বাড়ছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শিশু বিভাগে এ ধরনের রোগী ভর্তির সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারী হাসপাতালের
পাশাপাশি শহরের প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকেও শিশু রোগীর সংখ্যা গত ১৫ দিনে কিছুটা বেড়েছে।

এছাড়াও হাসপাতালগুলোর বহির্বিভাগ ও চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও এ ধরনের রোগীর সংখ্যা বেড়ে চলেছে। হবিগঞ্জে গত কয়েক দিন ধরে প্রচন্ড ঠান্ডা অনুভূত হচ্ছে।

দিনের অধিকাংশ সময়ই রোদের দেখা মেলে না। এ অবস্থায় মারাত্মকভাবে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাতে ৬ শিশুর মৃত্যু হয়েছে। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সদর আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশরাফ উদ্দিন জানান, প্রতি বছরের মতো এ বছরও প্রচন্ড ঠান্ডা পড়েছে। ফলে ঠান্ডাজনিত রোগও দেখা দিয়েছে। রোগীর চাপ বেশি হওয়ায় চিকিৎসা দিতেও হিমশিম খেতে হয়। মৃত শিশুদের সবাই নবজাতক। তাদের অবস্থা যখন বেশি খারাপ হয়ে যায় তখন আমাদেরও কিছু করার থাকে না।

তবে আমরা এ হাসপাতালে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। করোনাভাইরাস থেকে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বাচ্চাদের ঠাণ্ডা থেকে দূরে রাখারও পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা।

ভাইরাসজনিত রোগ ব্রঙ্কাইটিস হওয়ার আশঙ্কা বাড়ে এসময়ে। এ রোগে আক্রান্ত শিশুর কাশি ও শ্বাসকষ্ট হয়ে থাকে। কাশির জন্য বাড়িতে সাধারণ চিকিৎসা দেয়া গেলেও শ্বাসকষ্ট উপশমে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্নের পরামর্শ দিয়েছেন।

কোন অবস্থাতেই নিজেদের খুশিমত অ্যান্টিবায়োটিক না খাওয়ানোর কথাও বলেছেন চিকিৎসকরা।