ঢাকাSaturday , 16 May 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে বাসা ভাড়া না পেয়ে নানা অভাব অনটনে দিন কাটছে বাসার মালিকদের

Link Copied!

মোঃ খায়রুল ইসলাম সাব্বির : হবিগঞ্জের বিভিন্ন জায়গায় ঠিক মতো বাসা ভাড়া না পেয়ে নানা রকম কষ্টের মধ্যে আছেন বাসার মালিকএরা। যাদের কোন ব্যাবসা প্রতিষ্ঠান বা কৃষি জমি নেই আছে শুধু মাএ বাসা, দোকান পাট ইত্যাদি ভাড়া তুলে চলে সংসার। যাদের একমাত্র আয়ের উৎস বাসা ভাড়া আর সেই বাসা ভাড়া না পেলে তারা কার কাছে যাবেন। সরকর বলেছে ভাড়ার জন্য যাতে ভাড়াটিয়া কোন ধরনের চাপ প্রয়োগ না করার হয়। যাদের অন্যভাবে আয়ের উৎস আছে তারা না হয় ভাড়ার জন্য কোন টেনশন নেই কিন্তু যাদের এক মাএ ভরসা বাসা ভাড়া তারা কী করবেন ?

ছবি : প্রতীকি বাসার ছবি

সম্প্রতি সরকার বলেছে বাসা ভাড়ার জন্য যাতে কোন কোন ভাড়াটিয়া কে চাপ প্রয়োগ না করার হয়। কিন্তু বাসার মালিক রা কী করবেন যাদের এক মাএ আয়ের উৎস এই বাসা,দোকান, ইত্যাদির ভাড়া। সবার ই পরিবার আছে ভাড়া তুলে যা পান তাই দিয়ে চলে তাদের সংসার চলে। অন্য কোন আয়ের উৎস নেই তাদের। সাধারণত আমারা তাদেরকে মধ্যবিত্ত বলি। যাদের অর্থ সম্পদ আছে আয়ের বিভিন্ন উৎস আছে তারা দেখা যায় অনেকের বাসা ভাড়া মাপ করে দেন এবং বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে। কিন্তু যাদের বাসা ভাড়া ছাড়া আয়ের অন্য কোন ধরনের উৎস নে সারা জীবন এর কষ্টের টাকা জমিয়ে তৈরি করেছেন বাসা যাতে ভাড়া দিয়ে চলে সংসার চালানো যায়। কিন্তু তিন মাস ধরে কোন ভাড়া পাচ্ছেন না বাসার মালিক এরা। যদি বাসা ভাড়ার জন্য ভাড়াটিয়ার কাছে মালিক গেলে সবাই বলে সরকার তো বলে দিছে বাসা ভাড়া না দেওয়ার জন্য। আমরা মানুসিক দিক দিয়ে বিচার করেলে দেখা যায় অনেক ভাড়াটিয়া কাজ কর্ম না থাকায় বেতন ভাতা পাচ্ছেননা।  তারা তাই ঠিক মতো বাসা ভাড়া দিতে পারছেন না । কিন্তু একি অবস্তা সরকারি লোক দের ও তাদের কাজ কর্ম না থাকলে ও বেতন পান তারা কিন্তু অনেক মালিক দের দাকি সরকারি চাকরিজীবিরা ঠিক মতো বাসা ভাড়া দিচ্ছেন না। ফলে নানা রকম কষ্টে দিন কাটাচ্ছে বাসার মালিক। এরা লজ্জায় কারো কাছে হাত বাড়াতে পারছেন না। সরকার এর নিয়ম অনুযায়ী প্রত্যেক এর ঘরে এান পৌছে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সরকার সবার জন্য খাদ্য সামগ্রী ব্যবস্থা করে দিয়েছে। অসহায় দিনমজুর লোক জন পেলে ও মধ্যবিত্ত কেউই পান নি সরকারী সহায়তা। কোথায় যাচ্ছে সরকারের খাদ্য সামগ্রী তার ও কোন হদিস নেই। নানা রকম অভাবে দিন কাটাচ্ছে হবিগঞ্জ সদর,ধুলিয়াখাল,মশাজান, পুলিশ লাইন এর বাসার মালিক। এরা ঠিক মতো বাসা ভাড়া পাচ্ছেন না তারা সরকারি সাহায্য পাওয়ার কথা থাকলে ও কোন ধরনের সাহায্য পায়নি কেউ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন রুবেল কে অবগত করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানা , সকল বাসার মালিকদের একটা আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে মর্মে জানিয়েছেন তিনি।