ঢাকাMonday , 21 February 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জাতীয় পতাকার সঠিক ব্যবহার নিশ্চিতে প্রশাসনের অভিযান

Link Copied!

হবিগঞ্জে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকার সঠিক নিয়ম ও মাপে উত্তোলনে দিনব্যাপী প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার(২১ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব এর পরিচালনায় উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে প্রায় ১শত প্রতিষ্ঠানকে বিভিন্ন জাতীয় দিবসে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলনের পরামর্শ প্রদান করা হয়। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করাও হয়। সঠিক নিয়ম ও মাপে জাতীয় পতাকা উত্তোলনের জন্য তিনটি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত ।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব দৈনিক আমার হবিগঞ্জকে জানান, পরবর্তীতে জাতীয় দিবসগুলোতে সমগ্র জেলাব্যাপী পতাকা সঠিক নিয়মে যাতে উত্তোন করা হয় এমন উদ্যোগ গ্রহণ করা হবে৷

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী, হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ।