ঢাকাSunday , 28 March 2021
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’তে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে মানিক চৌধুরী পাঠাগার

Link Copied!

স্টাফ রিপোর্টার :  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্মৃতি’র স্মরণে মানিক চৌধুরী পাঠাগার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’তে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে গত শুক্রবার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে পাঠাগার ভবনে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী কবরসহ শহিদদের কবর জিয়ারত শেষে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়।

 

 

ছবি : আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী

 

 

পরে বিকাল ৩টায় মানিক চৌধুরী পাঠাগার প্রাঙ্গঁণে ৪ জন সম্মূখসমরের যোদ্ধার স্মৃতিকথা নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীর যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুর নির্দেশে হবিগঞ্জ জেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে কীভাবে যুদ্ধ পরিচালনায় বহুমাত্রিক নেতৃত্বদান করেন সে বিষয়টি উঠে আসে।

অশ্রুসিক্ত নয়নে জাতীয় সংগীতের র্মূচনায় মুক্তিযোদ্ধাদের সাথে তরুণ পাঠকরা অংশগ্রহণ করে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 

সভাপতিত্ব করেন পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। মূলবক্তা হিসাবে ব্যক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা তৈয়ব খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, বীর মুক্তিযোদ্ধা হাছন আলী, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজ প্রমূখ। এছাড়াও শহীদ সন্তান নওশাদ আলী বক্তব্য প্রদান করেন।