ঢাকাSaturday , 9 October 2021
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছেনা এলপিজি গ্যাসের সিলিন্ডার

Link Copied!

মুহিন শিপনঃ  সরকার ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) খুচরা মূল্য নির্ধারণ করে দিলেও শায়েস্তাগঞ্জে নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাসের সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ১শ টাকার বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ভোক্তারা।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবধরনের এলপিজি গ্যাসের সিলিন্ডারের সরবরাহ রয়েছে, তবে সবগুলো গ্যাসের সিলিন্ডার বাড়তি দামে বিক্রি হচ্ছে। বিএম কোম্পানির ১২ কেজির গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ১২ শ টাকায়, বসুন্ধরা কোম্পানির গ্যাস সিলিন্ডার ১ হাজার ২ শ ৫০ টাকায়, ওমেরা কোম্পানির গ্যাস সিলিন্ডার ১২ শ’  টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩ টাকা (সেপ্টেম্বর) নির্ধারণ করে এক প্রঙ্গাপন জারি করে। নতুন প্রজ্ঞাপন জারি না হওয়ায় সেই মূল্য এখনো বহাল আছে।
রেস্টুরেন্ট মালিক মাহফুজ আলম বলেন,  আমার হোটেলের রান্না বান্নার কাজে প্রতিদিন দুটি করে গ্যাস সিলিন্ডার লাগে। হঠাৎ করে সিলিন্ডার প্রতি একশ’ টাকা করে বেড়ে যাওয়ায় খুব সমস্যায় মধ্যে পড়তে হচ্ছে।
গ্যাস সিলিন্ডার কিনতে আসা নুরজাহান বেগম  বলেন, প্রতিমাসে পরিবারের রান্নার জন্য দুটি করে গ্যাসের সিলিন্ডার লাগে। যে গ্যাস সিলিন্ডার কদিন আগে কিনলাম ১ হাজার ৫০ টাকা করে সেই সিলিন্ডার এখন ১২ শ’ টাকায় কিনতে হচ্ছে।
দাউদনগর বাজারের ওমেরা কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডারের ডিলার কাশেম ট্রেডার্সের সত্ত্বাধিকারী আবুল কাশেম শিবলু বলেন, আমরা কোম্পানিকে ১১ শ’ ৭০ টাকা করে পেমেন্ট করি। ভোক্তা পর্যায়ে সেই সিলিন্ডার ১২ শ’ টাকা করে বিক্রি করা হয়।
পুরান বাজারের বিএম কোম্পানির এলপি গ্যাস সিলিন্ডারের ডিলার ফরহাদ স্টোরের সত্ত্বাধিকারী বলেন, বর্তমানে গ্যাসের সিলিন্ডার ১ হাজার ১ শ’ ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। প্রতি সিলিন্ডারে আমরা ৫ টাকা করে পাই।
এই বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান,  সরকার নির্ধারিত মূল্যের বাহিরে এলপিজি সিলিন্ডার বিক্রির সুযোগ নাই। যদি কেউ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।