ঢাকাSaturday , 28 August 2021
আজকের সর্বশেষ সবখবর

শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

Link Copied!

মুহিন শিপনঃ  শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮আগস্ট) বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনতার দলিলের সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ রিপোর্টারস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মনজুরুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, সাবেক সাধারন সম্পাদক জালাল উদ্দিন রুমি, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, সৈয়দ হাবিবুর রহমান ডিউক, অপু দাশ, কামরুল হাসান প্রমুখ।

ছবি : শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে

শায়েস্তাগঞ্জে মাছের ঘাটতি পূরণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। প্রয়োজনের তুলনায় উপজেলায় এখনো ১ হাজার ৬৫ মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। যেখানে চাহিদা ১ হাজার ৫৭০ মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে  ৫ শ’ ৫ মেট্রিক টন মাছ। পরিসংখ্যান বলছে উপজেলায় সরকারি পুকুর আছে ১৬ এবং বেসরকারি পুকুর আছে ৮২৪ টি। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৮ আগস্ট থেকে শুরু হওয়া এবারের মৎস্য সপ্তাহ শেষ হবে ৩ সেপ্টেম্বর।

কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি প্রামাণ্য চিত্র। মাছে রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্য চাষিদের পরামর্শ ও সেবা প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, উপকরণ বিতরণ, হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের মধ্যে জার্ম প্লাজম বিতরণ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা জানান, ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরফলে উপজেলার উৎপাদনে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।