ঢাকাThursday , 15 April 2021
আজকের সর্বশেষ সবখবর

রমজান ব্যাপী ‘ইফতার সেবা’ শুরু করল মানিক চৌধুরী পাঠাগার

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জে ভাষা সৈনিক, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরীর স্মৃতি’র স্মরণে মানিক চৌধুরী পাঠাগার কর্তৃক পরিচালিত সেচ্ছাসেবী সংঘ ‘সেবাসংঘ’ এর উদ্যোগে করোনার কালীন সময়ে লকডাউনে থাকা শ্রমজীবী মানুষের জন্য মাসব্যাপী ইফতার সেবা শুরু হয়েছে।

 

বুধবার( ১৪এপ্রিল) জেলা শহরে শ্রমজীবী মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সেবাসংঘের স্বেচ্ছাসেবকরা। পরে পাঠাগার প্রাঙ্গণে এক মোনাজাত পরিচালনা করা হয়। এতে সেবাসংঘের সভাপতি ইফতেখার তরফদার তারেক, সাধারণ সম্পাদক ধীমান দাশ, অমিত আচার্য্য, অনুরাগ গোপ, মাহবুবুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, নুর আহমেদ সালমান প্রমুখরা উপস্থিত ছিলেন।

 

 

ছবি : শ্রমজীবি মানুষের হাতে ইফতার সামগ্রী তোলে দিচ্ছে মানিক চৌধুরী পাঠাগারের সেবা সংঘের সদস্যরা

 

 

পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সেবাসংঘের উদ্যোক্তা সাবেক এমপি কেয়া চৌধুরী বলেন, আপদ বিপদে মানুষের পাশে থাকতে হবে। করোনা থেকে রেহাই পেতে লকডাউন চলছে। পুরো রজমান ব্যাপী কোরআন খতম, ইফতার সেবা ও বিশেষ প্রার্থনার এই কার্যক্রম অব্যাহত থাকবে।