ঢাকাSunday , 27 March 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান

Link Copied!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাধবপুর উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মরোণত্তর সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৭মার্চ)  বিকালে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির সাবেক মহাপরিচালক ডঃ মোঃ আশরাফ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আশরাফ আলী তাপস। সম্বর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুর রকিব, আবু তাহের, মোস্তাক আহমেদ,নজরুল ইসলাম, ইউপি সচিব মমতাজ মিয়া, শ্যমলী রাণী দেব,বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মন্টু র‍্যালীর মেয়ে শোভা রাণী, শাহাব উদ্দিন,আরিছ উদ্দিন মেম্বার, দুলাল ঘোষ মেম্বার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের মাধ্যমেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের অনেক ঋণ।
অনুষ্ঠানে সংবর্ধিত ৪ জন বীরমুক্তিযোদ্ধা ও ১৭ টি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।