ঢাকাSunday , 27 March 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরের কাহুরা গ্রামে এক নারীর রহস্যময় মৃত্যু

Link Copied!

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কাহুরা গ্রামে রোজিনা আক্তার নামে এক নারীর রহস্যময়ভাবে মৃত্যু হয়েছে।

ওই নারীর আত্মীয়-স্বজনরা তাকে মৃত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।

সেখানকার কর্তব্যরত ডাক্তাররা হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে সনাক্ত করেন।

রোজিনার স্বজনরা অভিযোগ করেন প্রতিবেশীর হামলায় তার মৃত্যু হয়েছে।

রোজিনা আক্তার উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের নূর আলমের স্ত্রী।

তিন বছর যাবত স্বামী ও তিন সন্তানসহ তিনি তার বাবার বাড়ি কাহুরা গ্রামে বসবাস করে আসছিলেন।

রোজিনার স্বামী নুর আলম ও বড় বোন অভিযোগ করেন, প্রতিবেশী নাজিম মিয়ার সাথে গত ইউপি নির্বাচনের পূর্বে শিশুদের ঝগড়া নিয়ে বিরোধ তৈরি হয়ে তাদের ঝগড়া হয়।

গত শনিবার( ২৬ মার্চ) বিকেলে পুনরায় শিশুদের ঝগড়া করা নিয়ে নাজিম মিয়ার সাথে রোজিনার হাতাহাতি হয়।

জানা যায়, এরপর দিন রবিবার (২৭ মার্চ) দুপুরে রোজিনা হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

এসময় ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করলে রোজিনার স্বজনরা ঝগড়ায় আহত হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশকে জানান।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে এসআই সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,সুরতহাল করার সময় রোগীর শরীরে তিনি কোনো আঘাত দেখতে পাননি।

শরীরে আঘাত না থাকায় ওই নারীর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান,বাড়িতে থাকাকালীন সময়েই রোজিনা আক্তার এর মৃত্যু হয়।

লাশ নিয়ে হাসপাতালে যাওয়ার পর সাংবাদিকদের মাধ্যমে আমরা মৃত্যুর খবর জানতে পারি।

পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট ও পুলিশি তদন্তে ঘটনার মূল কারণ বেরিয়ে আসবে।