ঢাকাMonday , 3 May 2021
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে খালের মাটি ইটভাটায় বিক্রি : ১ জনকে কারাদণ্ড

Link Copied!

 
নাজমুল ইসলাম হৃদয়, বাহুবলঃ   বাহুবল উপজেলায় সরকারি খাল থেকে মাটি তুলে ইটভাটায় বিক্রি করার অভিযোগে দরবেশ আলী নামে একজনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়।
রবিবার (২মে)  দুপুরে বাহুবল উপজেলার  মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্নিগ্ধা তালুকদার উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এক ব্যক্তিকে সরকারি খালের মাটি অপসারণ করে ইট ভাটায় বিক্রয় করার অপরাধে আটক করা হয়।

ছবি : বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আটককৃত মো: দরবেশ আলী, পিতা মৃত মেন্দি মিয়া-কে মোবাইল কোর্টের মাধ্যমে সরকারি খালের মাটি অপসারণ করে বিক্রয় করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 দণ্ডাদেশটি প্রদান করেন জনাব খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাহুবল।
এছাড়া ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে অভিযান পরিচালনাকালে বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ও আনুমানিক ১০০ ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়। অবৈধভাবে উত্তোলিত আনুমানিক দুই হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।