ঢাকাFriday , 25 November 2022
আজকের সর্বশেষ সবখবর

বাহুবলে করাঙ্গী নদীর ব্রিজ নির্মাণের ৪ বছরেই ভেঙে গেল রেলিং

Link Copied!

হবিগঞ্জের বাহুবল উপজেলায় করাঙ্গী নদীর উপরে নির্মিত ব্রিজ চার ৪ হতেই ভেঙে গেছে দুই পাশের রেলিং। কম সময়ে রেলিং ভেঙে যাওয়ায় ব্রিজের মূল কাঠামো নিয়ে সন্দেহ করছেন স্থানীয়রা।

বর্তমান পরিস্থিতিতে এই ব্রিজ দিয়ে নিয়মিত যাতায়াতকারী বাহুবল পুর্বাঞ্চলের মানুষেরা যেকোনো ধরনের বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন।

জানা যায়, উপজেলা সদর ইউনিয়নে অবস্থিত করাঙ্গী নদীর উপর ব্রীজটি উপজেলা ও পুর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার সহজ করতে গত ২০১৮ সালে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু কর্তৃক অনুদানে বাজারে সংলগ্ন ব্রীজটি নির্মাণ করা হয়। এই ব্রিজ দিয়ে মৌড়ি, রামপুর, ইছাকপুর,হরিতলা, জয়নাবাদ,ফয়জাবাদ, দাড়িপুর সহ কয়েকটি গ্রামের নিয়মিত যাতায়াত করেন।

আব্দুল খালেক নামের স্থানীয় এক গাড়িচালক বলেন, ব্রীজের দুপাশে রেলিং ভেঙে যাওয়ায় ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাতে রীতিমত ভয় করছে।