ঢাকাMonday , 4 July 2022
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গে শিক্ষক সমিতির মানববন্ধনে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

Link Copied!

সাভারে প্রভাষক উৎপল সরকারকে হত্যা, নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করা এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার ডাকে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ জুলাই) বানিয়াচং উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ মানববন্ধনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিসহ শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়।

এছাড়া বানিয়াচং উপজেলার মুরাদপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিনকে তার কর্মস্থলে যেতে না দেয়া ও তার বেতন-ভাতা আটকে রাখার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য হবিগঞ্জ-আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও ইউএনও পদ্মাসন সিংহ’র দৃষ্টি আকর্ষণ করা হয়।

সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জু দাশ’র সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশ্বির আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব মানিক, উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং আইডিয়াল কলেজের প্রভাষক ও সাংবাদিক জসিম উদ্দিন, সাতগ্রাম একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাশ, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলী রহমান, সাধারণ সম্পাদক আাসাদুজ্জামান খান, মুরাদপুর এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের নিপীড়িত প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমেদ ইমতিয়াজ বশির, ডাক্তার ইলিয়াছ একাডেমির সহকারি শিক্ষিকা দীপু রানী সরকার, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নানু মিয়া ও বিজিএম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদুর রহমান সিজিল।

কর্মসূচীতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ আরজু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব, বিজিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মিটন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক নির্মল আচার্য, আব্দুল তাজ, কাঞ্চন শীল, আব্দুল্লাহ মিয়া, মহিতোষ দাশ, জবা পাল, বীরেশ সরকার, নিটু আচার্য্য, রাশেদুল ইসলাম, শাব্বীর আহমদ শিবলী, শাওন মহারত্ন, উপেন্দ্র দাস, উত্তম দাশ, গৌর হরি দাশ, রিপন দাশ, রুমেন চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।