ঢাকাFriday , 8 October 2021
আজকের সর্বশেষ সবখবর

বহুলা গ্রামে পুত্রবধুর হাতে শাশুড়ী খুনের ঘটনায় মামলা দায়ের : ঘাতক নাজমা চৌধুরীকে জেলে প্রেরণ

Link Copied!

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামে পুত্রবধুর হাতে শাশুড়ী খুনের ঘটনায় অবশেষে ঘাতক নাজমা চৌধুরী (৪৫)’র বিরুদ্ধে মামলা দায়ের করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। এর আগে স্ত্রী নাজমা চৌধুরীর বিরুদ্ধে গর্ভধারীনি মাকে হত্যার অভিযোগ এনে হবিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেন নিহত শফর চাঁন বিবির একমাত্র পুত্র কদর আলী।

 

 

 

 

 

 

 

 

ছবি : পুত্রবধু নাজমা চৌধুরীর সাথে কথা বলছেন পুলিশ

 

 

 

 

 

 

 

 

 

 

মামলার এজাহার সুত্রে জানা যায়, ১ম স্ত্রী মারা যাবার পর গত কয়েক মাস আগে পারিবারিক ভাবেই নাজমা চৌধুরীকে বিয়ে করেন কদর আলী। বিয়ের কিছুদিন দাম্পত্য জিবন ভাল পার হলেও পরে সাংসারিক জীবনে তার চলাফেরায় বেশ কিছু পরিবর্তন চলে আসে। প্রতিবেশী-স্বামী এমনকি পরিবারের সদস্যদের সাথেও সব সময় একটা কলহ লেগেই থাকতো তার।

একমাত্র পুত্রের অর্বতমানে প্রায়ই পুত্রবধুর বকা-ঝকায়ই দিন পার হতো নিহত শফর চাঁন বিবির। স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে শাশুড়িকে কুপিয়ে আহত করে নাজমা চৌধুরী।

 

বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের নজরে আসলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পর দিন বুধবার ভোরে শফর চাঁন বিবির অবস্থার অবনতি হলে (৮৫) পুনরায় হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরে হবিগঞ্জ সদর থানার (ওসি তদন্ত) দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ সময় ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ঘাতক পুত্রবধু নাজমা চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। হবিগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল জানান, নিহতের পুত্র কদর আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।