ঢাকাTuesday , 14 February 2023
আজকের সর্বশেষ সবখবর

বইমেলায় সুভাষ আচার্য্য গ্রন্থের মোড়ক উন্মোচন

সঞ্জয় দাস
February 14, 2023 10:58 pm
Link Copied!

অমর একুশে বইমেলায় উৎস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে হবিগঞ্জ নিবাসী লেখক সুভাষ আচার্য্যের প্রথম উচ্চারণের উপর গ্রন্থ গুরুগৃহ।

রবিবার (১২ফেব্রুয়ারি) তার গ্রন্থের মোড়ক উন্মোচন করেন গবেষক ও শিক্ষাবিদ ড. ডি এম ফিরোজ শাহ।

এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. জহিরুল ইসলাম, কথা সাহিত্যিক ও নাট্যকার রোমা মোদক, কবি ও সাহিত্যিক শান্তা মারিয়া, কবি ও প্রকাশক তারেক মাহমুদ, কবি উজ্জ্বল চৌধুরী, কবি ও কথা সাহিত্যিক আশরাফ জুয়েল, কবি ও কথা সাহিত্যিক ফারুক সুমন প্রমুখ।

উপস্থিত আলোচকবৃন্দের মধ্যে উজ্জ্বল চৌধুরী বলেন, হবিগঞ্জে আমার মনে হয় এই প্রথম কেউ শুদ্ধ উচ্চারণ বিষয়ক এই বই লিখল।

প্রকাশক মোস্তফা সেলিমের বই মেলার উৎস স্টল ৮২,৮৩,৮৪ তে বইটি পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, লেখক সুভাষ আচার্য্য গুরু শিষ্যের কথোপকথনের মাধ্যমে শুদ্ধ উচ্চারণ শিক্ষার বিষয়টি লেখক তুলে ধরেছেন।