ঢাকাSunday , 10 October 2021
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী গত ৫ অর্থ বছরের উন্নয়নের ফিরিস্তি জানালেন আমার প্রতিনিধি ওয়েবসাইটে

Link Copied!

স্টাফ রিপোর্টার  :  জনগণের সাথে জনপ্রতিনিধির সেতু বন্ধনকারী ওয়েব সাইট amarprotinidhi.org এর মাধ্যমে ধারাবাহিক ভাবে সকল
জনপ্রতিনিধিদের কাছে তাদের বিগত বছর গুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।

 

একই সাথে জানতে চাওয়া হচ্ছে বিগত বার্ষিক উন্নয়ণ কর্মসূচীর আওতায় গত ৫ বছরে কি কি প্রকল্প বাস্তবায়িত হয়েছে,  সেই প্রকল্পগুলোর তালিকা এবং বাজেট সম্পর্কে । ধারাবাহিক এই কর্মসূচীর আওতায় এবার প্রশ্ন করা হয়েছিলো হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জনাব ডঃ মুসফিক হুসেইন চৌধুরীকে।

জনগণের পক্ষে amarprotinidhi.org মাধ্যমে প্রশ্নটি করেন জনাব সুশান্ত দাস গুপ্ত।  

মাননীয় চেয়ারম্যান এই প্রশ্নের ভার্চুয়ালী উত্তর প্রদান করেছেন amarprotinidhi.org কে।

এতে দেখা যায় ২০১৬-১৭ অর্থবছরে  এ ডি পি বরাদ্দের অর্থে ধর্মীয়, অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি সহ ৫ কোটি ৬১ লক্ষ ৫০ হাজার টাকায় সর্বমোট ২৩৪ টি প্রকল্প গৃহীত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য  ১০ লক্ষ  টাকা ব্যয়ে হবিগঞ্জ সদরে রিচি মোহাম্মাদীয় সুন্নিয়া দাখিল মাদরাসার উন্নয়ন, ৩ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদরের মির্জাপুর গ্রামের উত্তর পাশে নদীর পাড়ে গাইড ওয়াল নির্মাণ,  ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে  লাখাই উপজেলার কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, ১২ লক্ষ টাকা ব্যয়ে আলেয়া জাহির মডেল কলেজ লাখাই এর উন্নয়ন, ৮ লক্ষ টাকা ব্যয়ে বানিয়াচং সিনিয়র আলিয়া মাদরাসার উন্নয়ন, ৭ লক্ষ ৫০ হাজার টাকায় বানিয়াচং এর মর্তুজ আলীর বাড়ীর নিকট খালের উপর বক্স কালভার্ট নির্মাণ।

২০১৭-১৮ অর্থবছরে এ ডি পি বরাদ্দের অর্থে  ৫ কোটি ৯৫ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে ৩৭৪ টি প্রকল্প গৃহীত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ৫ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ উপজেলার ৯ নং ওয়ার্ডের রাস্তা আর সি সি  ঢালাই করণ, ১০ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের হাজী চেরাগ আলী কলেজ উন্নয়ন, ৫ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল আমিনীয়া মাদরাসার উনয়ন, ১০ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে লাখাই উপজেলার করাব ইউনিয়নের এডঃ মোঃ আবু জহির মডেল কলেজ মনতৈল এর উন্নয়ন, ১০ লক্ষ টাকা ব্যয়ে বানিয়াচং এর ২২ নং মনক্রমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের  নোয়াপাথারিয়া জামে মসজিদের উন্নয়ন, ১ লক্ষ টাকা ব্যয়ে বানিয়াচং এ শ্রী শ্রী জগন্নাথদেব দুর্গা মন্দিরের উন্নয়ন।

২০১৮-১৯ অর্থবছরে এ ডি পি বরাদ্দের অর্থে ৬ কোটি ২৬ লক্ষ ৩৫ হাজার টাকায় ৩৪৯ টি প্রকল্প গৃহীত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ৫ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদরে গোপায়া ইউনিয়নের বহুলা এডঃ আবু জহির উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, ১ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌরসভায় মুছুলিয়া দুর্গা মন্দিরের উন্নয়ন, ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে হবিগঞ্জ পৌরসভার নাতিরপুর কবরস্থানের উন্নয়ন, ৫ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ  সদর উপজেলাধীন নিজামপুর ইউনিয়নের রাস্তা আর সি সি দ্বারা উন্নয়ন, ৫ লক্ষ টাকা ব্যয়ে লাখাই উপজেলাধীন বামৈ ইউনিয়নের রাস্তা আর সি সি দ্বারা উন্নয়ন, ৫ লক্ষ টাকা ব্যয়ে বানিয়াচং এর ৫ নং ইউনিয়নের কাদিরগঞ্জ হাই স্কুল পাড়ার রাস্তায় খালের উপর কালভার্ট নির্মাণ।

২০১৯-২০ অর্থবছরে এ ডি পি বরাদ্দের অর্থে ৯ কোটি ৭৮ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে ৪২৫ টি প্রকল্প গৃহীত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ১৫ লক্ষ টাকা ব্যয়ে নবীগঞ্জে ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে হাফিজিয়া ও এতিমখানা কমপ্লেক্স নির্মাণ, ৫ লক্ষ টাকা ব্যয়ে নবীগঞ্জের ৯ নং বাউশা ইউনয়নের চৌধুরী বাজারে ফিস সেড নির্মাণ, ১০ লক্ষ টাকা ব্যয়ে মাধবপুরে কালিনগর ছড়ায় গাইড ওয়াল নির্মাণ, ৪ লক্ষ টাকা ব্যয়ে মাধবপুর এর বানেশ্বর বাড়হাটি জামে মসজিদের উন্নয়ন, ২ লক্ষ টাকা ব্যয়ে আজমিরীগঞ্জের ৫ নং ইউনিয়নের শিবপাশা বং রাজবাড়ী মক্তবের ঘাটলা নির্মাণ।

২০২০-২১ অর্থবছরে এ ডি পি বরাদ্দের অর্থে ৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১৬১ টি প্রকল্প গৃহীত হয়েছে।  যার মধ্যে উল্লেখযোগ্য নবীগঞ্জে ২৫ লক্ষ টাকা ব্যয়ে বাউসা ইউনিয়নের পূর্ব পাইকপাড়া জামে মসজিদের উন্নয়ন, ১ লক্ষ টাকা ব্যয়ে চুনারুঘাট এর আমতলী দুর্গা মন্দিরের উন্নয়ন, ৫ লক্ষ টাকা ব্যয়ে মাধবপুরে রাস্তা নির্মাণ, ১০ লক্ষ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদরে লোকড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, ৫ লক্ষ টাকা ব্যয়ে  হবিগঞ্জ সদরে ৯ নং নিজামপুর ইউনয়নের রাস্তা ইট সলিং, ৭ লক্ষ টাকা ব্যয়ে বাহুবলের ৪ নং বাহুবল সদর ইউনিয়নের রাস্তা ইট সলিং।

amarprotinidhi.org কে উক্ত প্রকল্প গুলোর তথ্য প্রদান করায় মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক অভিবাদন।