ঢাকাSaturday , 7 August 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে লাগামহীন মাছের বাজার

Link Copied!

রায়হান আহমেদ :   দিনকে দিন লাগামহীন হয়ে পড়ছে চুনারুঘাটের মাছের বাজার। প্রায় সব ধরণের মাছের দাম বৃদ্ধি হওয়ার কারণে নিম্ন আয়ের মানুষের কপালে যেন চিন্তার ভাঁজ পড়েছে।
ঈদ-উল-আযহার পর থেকে বেড়েই চলেছে মাছের দাম। এতো দামের কারণে স্বাদের মাছ চাইলেও কিনতে পারছেন না ক্রেতারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়- চুনারুঘাট মাছ বাজারের সব জাতের মাছের দাম আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। কার্প জাতীয় মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা, ১০০-১৫০ টাকা বেড়েছে চিংড়ি মাছের দাম, ছোট মাছের দামও বেড়েছে আগের তুলনায়। এছাড়াও দাম বেড়েছে- পাবদা, টেংরা, বোয়াল, কই, মাগুর মাছ সহ সর্বপ্রকার দেশীয় মাছের।

ছবি : চুনারুঘাটে একটি মাছ বাজারের দৃশ্য

ক্রেতারা বলেন- “মাছের দাম আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এভাবে বাড়লে আমরা খাব কি! মাছের বাজারে প্রশাসনের অভিযান করা দরকার।”
বিক্রেতারা জানান- লকডাউনে কারণে বেশি দাম দিয়ে মাছ কিনে আনতে হয়। এজন্য তারা ইচ্ছে থাকা সত্বেও কম দামে মাছ বিক্রি করতে পারছেন না।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন- “শুধু মাছ না, অযাচিত দামে কোনোকিছুই বিক্রি করা যাবে না। আমরা বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করবো।”