ঢাকাThursday , 30 September 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে নারী পুরুষের ভীড় 

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিন নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নারী পুরুষের উপচে পরা ভীড়। স্বাস্থ্য বিধি নিষেধ মানছেন না অনেকেই।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন সহ দৈনিক আমার হবিগঞ্জের প্রতিনিধির পরিদর্শনে এমনই দৃশ্য চোখে পড়ে।
উপজেলায় দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে গণহারে টিকা গ্রহনের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নে টিকা প্রদান করা হয়। এসময় টিকা গ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পরার মতন। তবে স্বাস্থ্য বিধি নিষেধ মেনে চলার কথা থাকলে খুব বেশি মানা হয়নি বিভিন্ন বুথে।

ছবি : চুনারুঘাটে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে নারী পুরুষের ভীড় লেগে্েই আছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষের তথ্য মতে গতকাল বুধবার প্রায় ১৬শ’র মত ভ্যাকসিন প্রদান করা হয়। আজ অবধি চুনারুঘাট উপজেলার কোভিড-১৯ নতুন আক্রান্ত ৩ জন,মোট আক্রান্ত ৭৪৯ জন,মোট সুস্থ ৬৯৫  জন মোট মৃত্যূ উপজেলায় ৮জন। এবং চিকিৎসাধীন / আইসোলেসনে  আছেন ৪৬  জন বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান,গত বুধবার সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন ইউনিয়নসহ উপজেলায় ১৬শ ভ্যাকসিন দেয়া হয়েছে। টিকা চলমান আছে। আমাদের স্টকে প্রায় ১৯’শ ভ্যকসিন আছে। তবে যে পরিমাণ উপস্থিতি তার অর্ধেকেই দেয়া সম্ভব। হবিগঞ্জেও ভ্যাকসিন নাই বলে জানান তিনি।