ঢাকাWednesday , 24 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের রেড জোনে ভ্রাম্যমান আদালত পরিচালনা

Link Copied!

নাছির উদ্দিন লস্কর,চুনারুঘাটঃ হবিগঞ্জের চুনারুঘাটে রেড জোন ঘোষিত চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায়, মাস্ক পরিধান না করায়, সিএনজিতে অতিরিক্ত যাত্রী পরিবহন করায়, সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে চুনারুঘাট পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

ছবি : চুনারুঘাটের একটি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে

এছাড়া অবৈধ বালু উত্তোলন বন্ধে চুনারুঘাট উপজেলার আমতলী বাজার, হাসারগাঁও ও মাশের বাজার এলাকায় নদীর পাড়ে অভিযান পরিচালনা  করা হয়। এসময় হাসারগাঁও এলাকায় খোয়াই নদী থেকে বালু উত্তোলনের সময় একটি বালু উত্তোলনের মেশিন, ২০০ ফিট পাইপ, ১ টি ট্রাক্টর ও আনুমানিক ২০০০ ঘনফুট বালু জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। বালু উত্তোলনের মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৩ই জুন) ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খান । সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি দল। সর্বমোট ৫ টি মামলায় ২৫ হাজার ২শ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়